টগর গাছে লাল জবা! ঠাকুর ঠাকুর বলে পূজা-আরতি-ঢাকঢোল

বামাখ্যাপা না কি করেছিলেন। এত কাল পরে করলেন গোপাল পণ্ডিত। বর্ধমানের দাঁইহাটের বকুলতলার গোপাল পণ্ডিত। তবে গোপাল পণ্ডিতের বিষয়টা যে পুরোটাই বুজরকি, ধরে ফেলেছে সবাই। টগর গাছে লাল জবা ফুটিয়েছিলেন গোপাল।  তাঁর দাবি ছিল মা কালীর দয়ায় সাদা টগর গাছে ফুটেছে লাল জবা। হইহই পড়ে গিয়েছিল পাড়ায়। মা কালির দয়া প্রত্যক্ষ করতে গোটা গ্রাম ছুটেছিল গোপাল পণ্ডিতের বাড়িতে। দেখেছে গোপালের বাড়ির টগর গাছে ফুটেছে লাল জবা।  শুরু হয়েছিল পূজা-আরতি-ঢাকঢোল।  সব মিলিয়ে বেশ ইনকাম শুরু হয়েছিল গোপাল পণ্ডিতের। কিন্তু বাদ সাধল স্থানীয় জনাকয়েক বিজ্ঞানমনষ্ক যুবক। তারা দেখে, টগর গাছে ডালে তার দিয়ে জবা ফুল আটকে ভেল্কি দেখাচ্ছে গোপাল। গ্রামবাসীকেও গোপালের কেরামতি বুঝিয়ে বলেন সেই যুবকরা। গ্রামবাসীরা বুঝতে পারেন গোপাল মতেই সুবোধ নয়। খবর যায় পুলিসে। পুলিস আসছে শুনেই পরিবার নিয়ে চম্পট দেয় গোপাল পণ্ডিত। 

Updated By: Jun 8, 2016, 11:29 AM IST
টগর গাছে লাল জবা! ঠাকুর ঠাকুর বলে পূজা-আরতি-ঢাকঢোল

ওয়েব ডেস্ক: বামাখ্যাপা না কি করেছিলেন। এত কাল পরে করলেন গোপাল পণ্ডিত। বর্ধমানের দাঁইহাটের বকুলতলার গোপাল পণ্ডিত। তবে গোপাল পণ্ডিতের বিষয়টা যে পুরোটাই বুজরকি, ধরে ফেলেছে সবাই। টগর গাছে লাল জবা ফুটিয়েছিলেন গোপাল।  তাঁর দাবি ছিল মা কালীর দয়ায় সাদা টগর গাছে ফুটেছে লাল জবা। হইহই পড়ে গিয়েছিল পাড়ায়। মা কালির দয়া প্রত্যক্ষ করতে গোটা গ্রাম ছুটেছিল গোপাল পণ্ডিতের বাড়িতে। দেখেছে গোপালের বাড়ির টগর গাছে ফুটেছে লাল জবা।  শুরু হয়েছিল পূজা-আরতি-ঢাকঢোল।  সব মিলিয়ে বেশ ইনকাম শুরু হয়েছিল গোপাল পণ্ডিতের। কিন্তু বাদ সাধল স্থানীয় জনাকয়েক বিজ্ঞানমনষ্ক যুবক। তারা দেখে, টগর গাছে ডালে তার দিয়ে জবা ফুল আটকে ভেল্কি দেখাচ্ছে গোপাল। গ্রামবাসীকেও গোপালের কেরামতি বুঝিয়ে বলেন সেই যুবকরা। গ্রামবাসীরা বুঝতে পারেন গোপাল মতেই সুবোধ নয়। খবর যায় পুলিসে। পুলিস আসছে শুনেই পরিবার নিয়ে চম্পট দেয় গোপাল পণ্ডিত। 

.