মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে ভোটে জেতানোর আব্দার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে ভোটে জেতানোর আব্দার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ভোটের পর বিরোধীদের আরও এবার ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। ক্ষমা প্রার্থনা করেছেন দিন কয়েক আগেই। শুক্রবার নায়ারণগড়ে সূর্যবাবুকে হারানোর আকুল আবেদন করেছিলেন। শনিবার মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলকে জেতানোর আব্দার মমতার।
![মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে ভোটে জেতানোর আব্দার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে ভোটে জেতানোর আব্দার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/09/53051-mamata9-4-16.jpg)
ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে ভোটে জেতানোর আব্দার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ভোটের পর বিরোধীদের আরও এবার ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। ক্ষমা প্রার্থনা করেছেন দিন কয়েক আগেই। শুক্রবার নায়ারণগড়ে সূর্যবাবুকে হারানোর আকুল আবেদন করেছিলেন। শনিবার মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলকে জেতানোর আব্দার মমতার।
এর বাইরে দিনভর আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই ভোটের পর বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মমতা তৃণমূলনেত্রী। শনিবার নদিয়ার করিমপুরে সবংয়ের তৃণমূল নেতা খুন হওয়ার ঘটনার প্রসঙ্গে টেনে ফের তাঁর গলায় একই হুঁশিয়ারি। বিরোধীরা বলছেন, জোটশক্তিতে মমতা ভয় পেয়েছেন। কিন্তু জনসভায় তাকে ফুতকারে ওড়ানোর চেষ্টার কসুর করলেন না তৃণমূলনেত্রী। বারবার বিরোধীদের বিরুদ্ধে আক্রমণে গেলেও, এখন আর শুধু একতরফা আক্রমণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এখন ক্ষমা, বিরোধী প্রার্থীকে হারানোর আবেদন আর তৃণমূলকে জেতানোর আব্দারও থাকছে।