সালিশি সভায় চোর অপবাদ পেয়ে আত্মঘাতী এক ব্যক্তি
পূর্ব মেদিনীপুরে ফের সালিশি শাসন। সালিশি সভায় চোর অপবাদ পেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। হলদিয়ার ব্রজলাল চকের ঘটনা। একটি নির্মীয়মাণ বাড়িতে বেশ কিছুদিন ধরে জিনিসপত্র চুরি হচ্ছিল। বাড়ির কেয়ারটেকার ছিলেন স্বদেশরঞ্জন গিরি। চোর খুঁজতে বাড়ির মালিক ও স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ ভুঁইঞার নেতৃত্বে সালিশি সভা বসে। সালিশি সভায় স্বদেশরঞ্জনকেই দোষী সাব্যস্ত করে চুরি যাওয়া জিনিসের দাম দিতে বলা হয়। ধার করে জিনিসের দাম দেন স্বদেশরঞ্জন। তারপরেই কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। সেই রাতেই ওই বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, স্বদেশরঞ্জন আত্মঘাতী হয়েছেন। দেহ উদ্ধার করেছে পুলিস।
![সালিশি সভায় চোর অপবাদ পেয়ে আত্মঘাতী এক ব্যক্তি সালিশি সভায় চোর অপবাদ পেয়ে আত্মঘাতী এক ব্যক্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/06/75275-suicide-6-1-17.jpg)
ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুরে ফের সালিশি শাসন। সালিশি সভায় চোর অপবাদ পেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। হলদিয়ার ব্রজলাল চকের ঘটনা। একটি নির্মীয়মাণ বাড়িতে বেশ কিছুদিন ধরে জিনিসপত্র চুরি হচ্ছিল। বাড়ির কেয়ারটেকার ছিলেন স্বদেশরঞ্জন গিরি। চোর খুঁজতে বাড়ির মালিক ও স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ ভুঁইঞার নেতৃত্বে সালিশি সভা বসে। সালিশি সভায় স্বদেশরঞ্জনকেই দোষী সাব্যস্ত করে চুরি যাওয়া জিনিসের দাম দিতে বলা হয়। ধার করে জিনিসের দাম দেন স্বদেশরঞ্জন। তারপরেই কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। সেই রাতেই ওই বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, স্বদেশরঞ্জন আত্মঘাতী হয়েছেন। দেহ উদ্ধার করেছে পুলিস।