রাজ্যে দেরি করে ঢুকছে বর্ষা
রাজ্যে নির্দিষ্ট সময় বর্ষা ঢুকছে না। রাজ্যবাসীকে এই দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। কেরলে প্রতি বছর এই সময়ে বর্ষা শুরু হয়ে যায়। কিন্তু এবছর দক্ষিণের এই রাজ্যে মৌসুমী বায়ু ঢুকতে এখনও দিন চারেক বাকি। ফলে এই রাজ্যেও বর্ষা ঢুকবে দেরিতে।
রাজ্যে নির্দিষ্ট সময় বর্ষা ঢুকছে না। রাজ্যবাসীকে এই দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। কেরলে প্রতি বছর এই সময়ে বর্ষা শুরু হয়ে যায়। কিন্তু এবছর দক্ষিণের এই রাজ্যে মৌসুমী বায়ু ঢুকতে এখনও দিন চারেক বাকি। ফলে এই রাজ্যেও বর্ষা ঢুকবে দেরিতে।
তবে রাজ্যবাসীকে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমঙ্গের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘুর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। কিন্তু শনিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টি। বজ্রাঘাতে শনিবার এক শিশু সহ ১০ জনের মৃত্যু হয়েছে।