মুখ্যমন্ত্রীকে পাহাড়ে গিয়ে ক্ষমা চাইতে হবে, হুঙ্কার গুরুংয়ের

এবার মোর্চার নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী। পাহাড়ে গিয়ে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং। না হলে সরকারের সঙ্গে মোর্চার সম্পর্ক স্বাভাবিক হবে না বলে হুমকি দিয়ে মোর্চা সভাপতির অভিযোগ, পাহাড়ে অশান্তি তৈরি করতেই সেখানে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সরকারের সঙ্গে মোর্চার সংঘাতের জেরে এই মুহূর্তে পাহাড়ে ফের অশান্তির ছায়া। একই সঙ্গে বিমল গুরুং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে অগ্রাহ্য করে বললেন, "কে গৌতম"?

Updated By: Feb 9, 2013, 05:35 PM IST

এবার মোর্চার নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী। পাহাড়ে গিয়ে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং। না হলে সরকারের সঙ্গে মোর্চার সম্পর্ক স্বাভাবিক হবে না বলে হুমকি দিয়ে মোর্চা সভাপতির অভিযোগ, পাহাড়ে অশান্তি তৈরি করতেই সেখানে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সরকারের সঙ্গে মোর্চার সংঘাতের জেরে এই মুহূর্তে পাহাড়ে ফের অশান্তির ছায়া। একই সঙ্গে বিমল গুরুং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে অগ্রাহ্য করে বললেন, "কে গৌতম"?
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজই মোর্চার ডাকে প্রথম বার বনধ পালিত হচ্ছে পাহাড়ে।
বন‌ধের জেরে পাহাড়ে অশান্তি রুখতে বাড়তি পুলিস মোতায়েন করা হয়। ট্রেন চলাচলে কোনও বাধা তৈরি করা হবে না বলে জানায় মোর্চা নেতৃত্ব। মোর্চা বনধ শুরুর আগে শুক্রবার রাতেই দার্জিলিং গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মোর্চার বিরোধিতার মধ্যেই লেপচাদের আমরণ অনশনে শুক্রবার সামিল হয়েছেন আরও পাঁচশো জন লেপচাভাষী। লেপচা উন্নয়ন পর্ষদের দাবিতে কালিম্পঙের ত্রিকোন পার্কে চলছে এই আমরণ অনশন কর্মসূচি।

.