হাওড়ায় আইডি হাসপাতালের ভিতরেই খুন, পা বাঁধা অবস্থায় সুপারের ঘরের সামনে থেকে উদ্ধার মৃতদেহ

হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের ভিতরেই খুন। পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হল হাসপাতাল সুপারের ঘরের সামনে থেকে। নিহতের পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে রহস্যের অনেকটাই জট খুলতে পারল পুলিস। নিহতের নাম কালীপদ শী। পুলিস জানতে পেরেছে, ২০০১ সালে কোনও একটি অপরাধমূলক কাজে নাম জড়িয়ে যায় মালি পাঁচঘরার এই বাসিন্দার। পুলিসের তাড়া খেয়ে এরপর সে পালিয়ে যায় মুম্বইয়ে। সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। আবার জড়িয়ে পড়েছিল সমাজবিরোধী কাজকর্মে। গতকাল রাতে হাসপাতালের ভিতরেই মদ্যপানের আসর বসে। ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই কালীপদ শীকে খুন করা হয়েছে বলে সন্দেহ।

Updated By: Jan 2, 2014, 01:37 PM IST

হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের ভিতরেই খুন। পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হল হাসপাতাল সুপারের ঘরের সামনে থেকে। নিহতের পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে রহস্যের অনেকটাই জট খুলতে পারল পুলিস। নিহতের নাম কালীপদ শী। পুলিস জানতে পেরেছে, ২০০১ সালে কোনও একটি অপরাধমূলক কাজে নাম জড়িয়ে যায় মালি পাঁচঘরার এই বাসিন্দার। পুলিসের তাড়া খেয়ে এরপর সে পালিয়ে যায় মুম্বইয়ে। সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। আবার জড়িয়ে পড়েছিল সমাজবিরোধী কাজকর্মে। গতকাল রাতে হাসপাতালের ভিতরেই মদ্যপানের আসর বসে। ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই কালীপদ শীকে খুন করা হয়েছে বলে সন্দেহ।

ওই ব্যক্তির দেহে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। এ ঘটনার পর প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। হাসপাতালে যে নিরাপত্তা নেই, তা কার্যত স্বীকার করে নিয়েছে হাওড়া সিটি পুলিস। ঘটনার জেরে আতঙ্কিত হাসপাতালের রোগী থেকে চিকিত্সকেরা।

.