আলোচনার জন্য অস্ত্র সমর্পণ নয়, মাওবাদীদের খোলা চিঠি

শান্তি প্রক্রিয়া নিয়ে মধ্যস্ততাকারীদের চরম বার্তা দিল মাওবাদীরা। মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ একটি খোলা চিঠি দিয়েছেন মধ্যস্থতাকারীদের। চিঠিতে মোট তেরোটি পয়েন্টে তাঁদের দাবি এবং বক্তব্য জানানো হয়েছে। বলা হয়েছে, শান্তি প্রক্রিয়া আসলে সরকারের একটা চাল।

Updated By: Oct 29, 2011, 12:44 PM IST

শান্তি প্রক্রিয়া নিয়ে মধ্যস্ততাকারীদের চরম বার্তা দিল মাওবাদীরা। মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ একটি খোলা চিঠি দিয়েছেন মধ্যস্থতাকারীদের। চিঠিতে মোট তেরোটি পয়েন্টে তাঁদের দাবি এবং বক্তব্য জানানো হয়েছে। বলা হয়েছে, শান্তি প্রক্রিয়া আসলে সরকারের একটা চাল। সেই কারণেই প্রক্রিয়া চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী অনাগরিক ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে চিঠিতে স্পষ্ট করে লেখা হয়েছে, আলোচনার জন্য মাওবাদীরা কখনও অস্ত্র সমর্পন করবেন না। শান্তি আলোচনায় সরকার আদৌ আন্তরিক নয় বলে লিখেছেন আকাশ। তাই লিখিতভাবে সরকারের মতামত চেয়েছেন। 

.