আগে নোট, তারপর ভোট; এটাই নীতি আমজনতার

পকেট খালি। নোট-বাতিলে হাল বেহাল। এই অবস্থায় ভোট-বাজারও সুনসান কোচবিহারে। সকাল থেকে বুথের সামনে নয়, লম্বা লাইন পড়ছে ব্যাঙ্ক-এটিএমগুলির সামনে। আগে নোট, তারপর ভোট। এই নীতিতেই চলছে আমজনতা।

Updated By: Nov 19, 2016, 10:02 AM IST
আগে নোট, তারপর ভোট; এটাই নীতি আমজনতার

ওয়েব ডেস্ক : পকেট খালি। নোট-বাতিলে হাল বেহাল। এই অবস্থায় ভোট-বাজারও সুনসান কোচবিহারে। সকাল থেকে বুথের সামনে নয়, লম্বা লাইন পড়ছে ব্যাঙ্ক-এটিএমগুলির সামনে। আগে নোট, তারপর ভোট। এই নীতিতেই চলছে আমজনতা।

নোটের হাওয়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে তিনটি কেন্দ্রে। কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে এবং বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। ভোট যুদ্ধে মূল ইস্যু হয়ে উঠেছে নোট। লড়াইটা এখন সরাসরি তৃণমূল-বিজেপির।

.