চোর সন্দেহে গণধোলাইয়ে হাত লাগালেন খোদ ওসিও!
চোর সন্দেহে গাছে বাঁধা যুবকদের বেধড়ক পেটালেন খোদ ওসি। হুগলির পোলবার এই ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। সরব আইনজীবীদের একাংশও।
ওয়েব ডেস্ক : চোর সন্দেহে গাছে বাঁধা যুবকদের বেধড়ক পেটালেন খোদ ওসি। হুগলির পোলবার এই ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। সরব আইনজীবীদের একাংশও।
অভিযোগ, পোলবার সুগন্ধা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে ধারাবাহিকভাবে ঘটছিল চুরি। চোর খুঁজতে হিমশিম খাচ্ছিল পুলিস। মঙ্গলবার আমবাগান থেকে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিস। সেখানেই তখন ঘোরাফেরা করছিল দুজন। তাদের ধরে গাছে বেঁধে শুরু হয় গণপ্রহার। যুবকদের উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিস। কিন্তু মারধরে হাত লাগান খোদ পোলবা থানার ওসি সমীর সরকারও।
পুলিসের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ দানা বাঁধছিল। এমনকি চোর-পুলিসের যোগসাজসের অভিযোগও উঠতে শুরু করে। পুলিসের দাবি, মারধরে চুরির কথা কবুল করেছে অভিযুক্তরা। প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে চুরি হলেও তা আটকাতে বা দুষ্কৃতীদের গ্রেফতারে ব্যর্থ পুলিস। আর তা ঢাকতেই কী এমন আচরণ পুলিসের।
আরও পড়ুন, সেন্ট জেভিয়ার্সে কোটি টাকা অনুদানের আড়ালে কি বিদেশে টাকা পাচারের ছক?