মদ্যপ যুবককে গ্রেফতার করে মারধরের অভিযোগে ঘেরাও পুলিস ফাঁড়ি, নামল র্যাফ
Updated By: Aug 19, 2015, 11:47 AM IST
![মদ্যপ যুবককে গ্রেফতার করে মারধরের অভিযোগে ঘেরাও পুলিস ফাঁড়ি, নামল র্যাফ মদ্যপ যুবককে গ্রেফতার করে মারধরের অভিযোগে ঘেরাও পুলিস ফাঁড়ি, নামল র্যাফ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/19/41560-2drunk.jpg)
পুলিসের বিরুদ্ধে মদ্যপ যুবককে গ্রেফতার করে মারধরের অভিযোগ। প্রতিবাদে পুলিস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। মঙ্গলবার জলপাইগুড়ির হলদিবাড়ির দেওয়ানগঞ্জে অনিল রায় নামে নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিস। গ্রামবাসীদের অভিযোগ, হেফাজতে বেধড়ক মারধর করার কারণে লক-আপেই অসুস্থ হয়ে পড়েন অনিল রায় নেমার ওই যুবক। এরপর তাঁকে হলদিবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ আছেন অনিল।
ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ ধরে দেওয়ানগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে রাখে। পরে ঘটনাস্থলে র্যাফ নেমে ফাঁড়ি ঘেরাও মুক্ত করে।
Tags: