গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিসকর্মী
বীরভূমে গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিসকর্মী। কার দখলে থাকবে কাঁকড়তলার বরা গ্রাম, তা নিয়ে গতকাল গভীর রাতে দু'দলের সংঘর্ষ বাধে। পুলিসের গাড়ি ভাঙচুর হয়। চলে বোমাবাজিও। লড়াই থামাতে গিয়ে পায়ে গুলি লাগে পুলিসকর্মী অরূপ মান্নার। দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আহত হয়েছেন আরও ৫ জন পুলিসকর্মী। অশান্তি এড়াতে এলাকায় রয়েছে প্রচুর পুলিস।
![গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিসকর্মী গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিসকর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/01/82155-index.jpg)
ওয়েব ডেস্ক : বীরভূমে গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিসকর্মী। কার দখলে থাকবে কাঁকড়তলার বরা গ্রাম, তা নিয়ে গতকাল গভীর রাতে দু'দলের সংঘর্ষ বাধে। পুলিসের গাড়ি ভাঙচুর হয়। চলে বোমাবাজিও। লড়াই থামাতে গিয়ে পায়ে গুলি লাগে পুলিসকর্মী অরূপ মান্নার। দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আহত হয়েছেন আরও ৫ জন পুলিসকর্মী। অশান্তি এড়াতে এলাকায় রয়েছে প্রচুর পুলিস।
আরও পড়ুন,