হলদিয়া বন্দরের অচলাবস্থা অব্যাহত

অচল অবস্থা এখনও কাটেনি হলদিয়া বন্দরে।যদিও বন্দরের কাজ ভালই হচ্ছে বলে  দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবারও বন্দরের দুই এবং আট নম্বর বার্থে কোনও কাজ হয়নি। চাপ বাড়ছে অন্য বার্থগুলিতে। এই অচলাবস্থার জেরে ইতিমধ্যেই বেশকিছু জাহাজ পূর্ব ভারতের অন্য বন্দরগুলিতে ভিড়তে শুরু করেছে।

Updated By: Oct 11, 2012, 01:55 PM IST

অচল অবস্থা এখনও কাটেনি হলদিয়া বন্দরে।যদিও বন্দরের কাজ ভালই হচ্ছে বলে  দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবারও বন্দরের দুই এবং আট নম্বর বার্থে কোনও কাজ হয়নি। চাপ বাড়ছে অন্য বার্থগুলিতে। এই অচলাবস্থার জেরে ইতিমধ্যেই বেশকিছু জাহাজ পূর্ব ভারতের অন্য বন্দরগুলিতে ভিড়তে শুরু করেছে।
অন্যদিকে বন্দরের দুরবস্থা নিয়ে আইএনটিটিইউসির  নেতা অসীম সূত্রধরের নেতৃত্বে লিফলেট বিলি করা হচ্ছে। অন্যদিকে কাজ ফিরে পাওয়ার দাবিতে বুধবার আমরণ অনশনে বসেন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। আইএনটিটিইউসির সম্পাদক সমীরণ বেতালের নেতৃত্বে বন্দরের মূল অফিসের সামনে অনশন শুরু করেন তারা। পরে রাতে অনশন তুলে নেওয়া হয়।

.