কাটোয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে একাধিক গণ সংগঠন

কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে মহিলাকে ধর্ষণ এবং যাত্রীদের লুঠপাটের ঘটনায় রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিল একাধিক গণ সংগঠন।

Updated By: Feb 26, 2012, 01:17 PM IST

কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে মহিলাকে ধর্ষণ এবং যাত্রীদের লুঠপাটের ঘটনায় রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিল একাধিক গণ সংগঠন।
রবিবার ঘটনার প্রতিবাদে পূর্ব রেলের এডিআরএম কাছে ডেপুটেশন জমা দেন গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই এবং এপিডিআরের প্রতিনিধিরা। হাওড়া-কাটোয়া নিত্যযাত্রীদের সংগঠনের তরফেও আলাদাভাবে ডেপুটেশন দেওয়া হয় রেলকর্তৃপক্ষের কাছে। শনিবার কাটোয়ার কাছে অম্বলগ্রাম স্টেশনে এক মহিলাকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ করে একদল দুষ্কৃতী। ট্রেনে অবাধে লুঠপাটও চালায় দুষ্কৃতী দলটি। এদিন রেলকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান আই জি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিং। রবিবারই ঘটনাস্থলে পৌঁছবেন রেলপুলিসের ডিজিও।

.