ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে, বজ্রাঘাতে মৃত ৮
ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্ সহ শুরু হয় বৃষ্টি। সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রাঘাতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতাতে বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্ সহ শুরু হয় বৃষ্টি। সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার রাতে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রাঘাতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতাতেও রাতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২.৫ মিলিমিটার।