বৃষ্টির জমা জলে বিপর্যস্ত হাওড়া স্টেশন, থইথই টিকিয়াপাড়া ও লিলুয়ার কারশেড
নিম্নচাপের বৃষ্টির জলে বিপর্যস্ত হাওড়া স্টেশন। জল থইথই টিকিয়াপাড়া ও লিলুয়ার কারশেড সংলগ্ন অঞ্চল। প্রায় একফুট জলের তলায় চলে যায় রেললাইন। বন্ধ রাখা হয় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কাজ না করায় প্রায় সব ট্রেনই দেরিতে চলে। কোনও ট্রেনই সময়মতো চালানো যায়নি। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ওয়েব ডেস্ক: নিম্নচাপের বৃষ্টির জলে বিপর্যস্ত হাওড়া স্টেশন। জল থইথই টিকিয়াপাড়া ও লিলুয়ার কারশেড সংলগ্ন অঞ্চল। প্রায় একফুট জলের তলায় চলে যায় রেললাইন। বন্ধ রাখা হয় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কাজ না করায় প্রায় সব ট্রেনই দেরিতে চলে। কোনও ট্রেনই সময়মতো চালানো যায়নি। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
KMRCL হাওড়া স্টেশনের নিচে দিয়ে চলছে মেট্রোর কাজ। বড় ড্রেন বন্ধ। জল বের হতে পারছে না। প্রতিবার বৃষ্টিতেই জল জমে, চেনা ছবি। এবার আর তা হচ্ছে না, থইথই অবস্থা। রেল একাধিক পাম্প চালাচ্ছে। টিকিয়াপাড়ায় রেললাইন সংলগ্ন বসতি এলাকায়, সেখানে হাঁটু জল, পাইপ দিয়ে বের করলেও, আবার সেখানেই চলে আসছে। DRM বদ্রীনারায়ণ নতুন সিস্টেমের কথা ভাবছেন।