সুন্দরবনের লোকালয়ে ফের ঢুকে পড়ল বাঘ
সুন্দরবনের লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। রাতে গোসাবার দয়াপুরে ঢুকে পরে রয়্যাল বেঙ্গলটি। গ্রামে ঢুকে দুটি ছাগল মারে সে। রবিবার রাতেও বাঘের হানার জেরে আগে থেকেই দয়াপুরে রাতপাহারার ব্যবস্থা করেছিলেন বন দফতরের কর্মীরা।
সুন্দরবনের লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। রাতে গোসাবার দয়াপুরে ঢুকে পরে রয়্যাল বেঙ্গলটি। গ্রামে ঢুকে দুটি ছাগল মারে সে। রবিবার রাতেও বাঘের হানার জেরে আগে থেকেই দয়াপুরে রাতপাহারার ব্যবস্থা করেছিলেন বন দফতরের কর্মীরা। তবে বনকর্মীদের অনুমান নদীর পাড় বরাবর আলোর ব্যবস্থা থাকা সত্ত্বেও পীরখালি এক নম্বর জঙ্গল থেকে পীচখালি নদী পেরিয়ে গ্রামে ঢোকে বাঘটি। রাতেই জেমসপুরেও দেখা যায় বাঘটিকে।
বাঘটির খোঁজে রাতে দয়াপুর থেকে জেমসপুর, বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তল্লাশি অভিযান চালান বনকর্মীরা। নদী এবং লাগোয়া এলাকায় টহলদারির পাশাপাশি রাতভর পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোরও চেষ্টা চালানো হয়। সকালে বাঘের পায়ের ছাপ দেখে বন দফতরের আধিকারিকদের অনুমান আপাতত জঙ্গলের দিকে চলে গেছে দক্ষিণ রায়।
বিশেষজ্ঞদের মত, ক্রমশ জঙ্গলের এলাকা কমায় খাদ্যাভাবের জেরেই বারবার লোকালয়ে ঢুকে পড়ছে দক্ষিণরায়।