দুধ ব্যবসায়ীকে গুলি করে ৪৫ হাজার টাকা ছিনতাই
দুধ ব্যবসায়ীকে গুলি করে ৪৫ হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রামচন্দ্রপুরের।
![দুধ ব্যবসায়ীকে গুলি করে ৪৫ হাজার টাকা ছিনতাই দুধ ব্যবসায়ীকে গুলি করে ৪৫ হাজার টাকা ছিনতাই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/11/57537-chintai-11-6-16.jpg)
ওয়েব ডেস্ক: দুধ ব্যবসায়ীকে গুলি করে ৪৫ হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রামচন্দ্রপুরের।
জানা গিয়েছে, স্বরূপনগরের দুধ ব্যবসায়ী সনাতন ঘোষ মোটর সাইকেলে করে মছলন্দপুরের দিকে যাচ্ছিলেন। অন্য দুটি মোটর সাইকেলে আসে ৪ দুষ্কৃতী। তারা একটি ইটভাটার কাছে তাঁর পথ আটকায়। ব্যবসায়ী পাশ কাটিয়ে পালাতে গেলে, দুষ্কৃতীরা পিছন থেকে তাঁকে গুলি করে। গুলি লাগে সনাতনের কোমরের নীচে। ব্যবসায়ী পড়ে যেতেই তাঁর ব্যাগে থাকা ৪৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বারাসত হাসপাতালে সনাতন ঘোষের চিকিত্সা চলছে।