'এমন কাজ করবেন না, যা দলকে বদনাম করে', কর্মিসভায় বার্তা সাংসদ সৌগত'র
তৃণমূল কর্মীদের সতর্ক করলেন সাংসদ সৌগত রায়। বললেন, দলে এমন কর্মীর থাকার দরকার নেই যাঁর জন্য তৃণমূল কংগ্রেসের বদনাম হবে। এই মর্মে তিনি কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার বরানগরের রবীন্দ্র ভবনে, স্থানীয় বিধায়ক তাপস রায়ের সংবর্ধনা সভায় গিয়েছিলেন সৌগত রায়। তখনই দলীয় কর্মীদের আরও সমাজসেবা মূলক কাজ করার পরামর্শ দেন বর্ষীয়ান সাংসদ।
!['এমন কাজ করবেন না, যা দলকে বদনাম করে', কর্মিসভায় বার্তা সাংসদ সৌগত'র 'এমন কাজ করবেন না, যা দলকে বদনাম করে', কর্মিসভায় বার্তা সাংসদ সৌগত'র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/17/58020-3sougataroy.jpg)
ওয়েব ডেস্ক: তৃণমূল কর্মীদের সতর্ক করলেন সাংসদ সৌগত রায়। বললেন, দলে এমন কর্মীর থাকার দরকার নেই যাঁর জন্য তৃণমূল কংগ্রেসের বদনাম হবে। এই মর্মে তিনি কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার বরানগরের রবীন্দ্র ভবনে, স্থানীয় বিধায়ক তাপস রায়ের সংবর্ধনা সভায় গিয়েছিলেন সৌগত রায়। তখনই দলীয় কর্মীদের আরও সমাজসেবা মূলক কাজ করার পরামর্শ দেন বর্ষীয়ান সাংসদ।
অবশ্য এর আগে সাংসদ সৌগত রায়ের ওপর কিছুটা রেগেই ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে সবার সামনেই সৌগত রায়কে নির্দেশও দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এসবই ভোটের আগের ঘটনা।