গুরুর পথ অনুসরণ করে গারদে শিষ্য

এ যেন গুরু-শিষ্য কথা। পুলিসকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পথ অনুসরণ করলেন তার সুযোগ্য ছাত্রনেতা সৌমিত্র ব্যানার্জি।

Updated By: Jun 17, 2015, 12:38 PM IST
গুরুর পথ অনুসরণ করে গারদে শিষ্য

ওয়েব ডেস্ক: এ যেন গুরু-শিষ্য কথা। পুলিসকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পথ অনুসরণ করলেন তার সুযোগ্য ছাত্রনেতা সৌমিত্র ব্যানার্জি।

সাসপেন্ড করা হয় সৌমিত্রকে। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসনও। কাল গভীর রাতে গ্রেফতারি। আর এখানেই উঠছে প্রশ্ন। পুলিসকে বোমা মারার হুমকি তো অনুব্রত মন্ডলেরই আমদানি। তারপরেও বহাল তবিয়তেই রয়েছেন অনুব্রত। বিরোধীদের প্রশ্ন, শিষ্যর যদি শাস্তি হয়, তাহলে গুরু কেন শাস্তি পাবেন না।

অনুব্রত মণ্ডলের মতো দলকে টাকা দেওয়ার ক্ষমতা থাকলে গ্রেফতার করা হতো না তৃণমূল ছাত্রনেতা সৌমিত্র ব্যানার্জিকে। মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। 

পুলিসকে বোম মারার হুমকির জের। গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা সৌমিত্র ব্যানার্জি। তবে কি এবার টনক নড়েছে প্রশাসনের। কটাক্ষ বিকাশ ভট্টাচার্যের।

পুরো ঘটনা থেকে নজর ঘোরাতেই গ্রেফতার করা হয়েছে সৌমিত্র ব্যানার্জিকে। মন্তব্য বিজেপি নেতা রিতেশ তিওয়ারির।

.