গায়ের রঙ কালো বলে নিত্য গঞ্জনা পরিবারের, অবসাদে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক শিক্ষিকার
বাবা রোজই বলতেন, মরে যা। তাতে প্ররোচনা দিতেন জামাইবাবুও। কারণ একটাই। মেয়ের গায়ের রং কালো। তাই তার নাকি বিয়ে হবে না! পরিবারের লোকজনের হাতে জুটছিল নিত্য লাঞ্ছনা-গঞ্জনা। মানসিক অবসাদে শেষপর্যন্ত আত্মহত্যার চেষ্টাই করলেন এক প্রাথমিক স্কুল শিক্ষিকা।
![গায়ের রঙ কালো বলে নিত্য গঞ্জনা পরিবারের, অবসাদে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক শিক্ষিকার গায়ের রঙ কালো বলে নিত্য গঞ্জনা পরিবারের, অবসাদে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক শিক্ষিকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/13/31119-black-girl.jpg)
তমলুক: বাবা রোজই বলতেন, মরে যা। তাতে প্ররোচনা দিতেন জামাইবাবুও। কারণ একটাই। মেয়ের গায়ের রং কালো। তাই তার নাকি বিয়ে হবে না! পরিবারের লোকজনের হাতে জুটছিল নিত্য লাঞ্ছনা-গঞ্জনা। মানসিক অবসাদে শেষপর্যন্ত আত্মহত্যার চেষ্টাই করলেন এক প্রাথমিক স্কুল শিক্ষিকা।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের জঙ্গিপুর থানার চণ্ডীপুরে। গায়ে আগুন দিয়ে আজ আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। সেখানে জানিয়ে দেওয়া হয়, একশো শতাংশ বার্ন কেস এটি। চিকিত্সামর জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।