ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় বিশ্বভারতীর ৩ ছাত্র গ্রেফতার

  ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় কলাভবনের তিন ছাত্রকে গ্রেফতার করল পুলিস। কিছুক্ষণ আগে প্রান্তিক স্টেশনের কাছ থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। এর আগে এঘটনায় ওই তিন ছাত্র সহ মোট চার জনের নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কর্তৃপক্ষের তরফে।একইসঙ্গে তিনছাত্রকেই  বহিষ্কার করা হয়।

Updated By: Aug 30, 2014, 09:56 PM IST
ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় বিশ্বভারতীর ৩ ছাত্র গ্রেফতার

বোলপুর:  ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় কলাভবনের তিন ছাত্রকে গ্রেফতার করল পুলিস। কিছুক্ষণ আগে প্রান্তিক স্টেশনের কাছ থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। এর আগে এঘটনায় ওই তিন ছাত্র সহ মোট চার জনের নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কর্তৃপক্ষের তরফে।একইসঙ্গে তিনছাত্রকেই  বহিষ্কার করা হয়।

অভিযোগ, গত আটই অগাস্ট শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় থেকে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে কলা ভবনের প্রথম বর্ষের ওই ছাত্রীকে যৌন হেনস্থা করে অভিযুক্ত চারজন। সিকিম থেকে আসা ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শুরু হয় ব্ল্যাকমেল। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, এঘটনা কর্তৃপক্ষকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গতকাল ওই ছাত্রী ও তার বাবাকে এফআইআর দায়ের করতে দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুঝিয়ে সুঝিয়ে তাঁদের পৌছে দেওয়া হয় বোলপুর স্টেশনে। পরে আর এ নিয়ে মুখ খোলেননি ওই ছাত্রী ও তাঁর বাবা। তবে ওই ছাত্রী ও তাঁর বাবাকে অভিযোগ দায়ের করতে না দিয়ে, বিশ্বভারতী কর্তৃপক্ষ  নিজেরা কেন এঘটনায় অভিযোগ দায়ের করলেন, এনিয়ে উঠছে প্রশ্ন।

 

.