শঙ্করপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ
ভোট পরবর্তী অশান্তি চলছেই। থমার কোনও লক্ষণ নেই। বিরোধীরা বারবার অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর দলের কর্মীদের সংযত থাকতে বলেছেন। বিরোধী নেতারাও বলছেন, কর্মীদের সংযত থাকতে। তাতেও ভোট পরবর্তী সন্ত্রাস থামাছে না। পান্ডবেশ্বরের নিউটাউনশিপ থানার শঙ্করপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। কর্মীদের ঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ জানিয়েছে বিজেপি। অবশ্য বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূলও। সংঘর্ষে দুপক্ষের মোট চারজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। অনেক এলাকা এখনও থমথমে।
![শঙ্করপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ শঙ্করপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56515-tmc31-5-16.jpg)
ওয়েব ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি চলছেই। থমার কোনও লক্ষণ নেই। বিরোধীরা বারবার অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর দলের কর্মীদের সংযত থাকতে বলেছেন। বিরোধী নেতারাও বলছেন, কর্মীদের সংযত থাকতে। তাতেও ভোট পরবর্তী সন্ত্রাস থামাছে না। পান্ডবেশ্বরের নিউটাউনশিপ থানার শঙ্করপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। কর্মীদের ঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ জানিয়েছে বিজেপি। অবশ্য বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূলও। সংঘর্ষে দুপক্ষের মোট চারজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। অনেক এলাকা এখনও থমথমে।