আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত ২

কানপুরে ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মাঝে ফের ট্রেন দুর্ঘটনা। এবার আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস। মৃত্যু হল ২ জনের। 

Updated By: Dec 7, 2016, 08:41 AM IST
আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত ২

ওয়েব ডেস্ক: কানপুরে ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মাঝে ফের ট্রেন দুর্ঘটনা। এবার আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস। মৃত্যু হল ২ জনের। ট্রেনটি বিহারের দানাপুর থেকে অসমের কাম্যাখ্যা যাচ্ছিল। শামুকতলা রোড স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় ট্রেনের ইঞ্জিন। পেছনের দুটি কামরা একটির ওপরে আরেকটি উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় কামরা দুটি। কামরায় আটকে পড়েন কয়েকজন যাত্রী। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে কয়েকজনকে বের করা হয়। ঘটনাস্থলে পৌছে যান আলিপুরদুয়ারের ডিআরএম সঞ্জীব কিশোর। রিলিফ ট্রেন পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। 

 

আলিপুরদুয়ারের ট্রেন দুর্ঘটনা উষ্কে দিল কানপুরের পুখারিয়ায় ভয়াবহ স্মৃতি। গত মাসের কুড়ি তারিখ পাটনা ইন্দোর এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত হয়। প্রাণ হারান ১৪৫ জন। জখম হন ২ শতাধিক। দুর্ঘটনার জন্য রেলের রক্ষণাবেক্ষণ এবং নজরদারির অভাবকেই দায়ী করা হয়। যদিও, আলিপুরদুয়ারের দুর্ঘটনায় HUMAN ERROR-কেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। আরও পড়ুন- হায় রে- সত্যি দেশে ফোর জি আছে, এবার এমনও খবর আছে

 

কিন্তু কী করে এই দুর্ঘটনা ঘটল? প্রাথমিকভাবে রেলের অনুমান, ড্রাইভারের ভুলেই এই দুর্ঘটনা।  সিগনাল উপেক্ষা করে ট্রেন চালানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রেলের তরফের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫ নম্বর লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেসকে পাস করানোর জন্য ৪ নম্বর লাইনে রাখা হয়েছিল ক্যাপিটাল এক্সপ্রেসকে। কিন্তু চালক রেড সিগনাল উপেক্ষা করায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেল লাইনে কোনও ত্রুটি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

.