ঢোলাহাটে ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই
ঢোলাহাটে ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই। সাবির শেখ ও মুইবুর লস্কর নামে দুজনকে গ্রেফতার করল সি আই ডি। সি আই ডির দাবি, জেরায় ছাগল ব্যবসায়ীকে খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। সেপ্টেম্বরের ৪ তারিখ বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি ব্যবসায়ী রউফ লস্কর। পরের দিন দড়িকুলতলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এরপরই তাঁর খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিসের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট। ঘটবার তদন্তভার হাতে নেয় সি আই ডি। ধৃত দুজনকে কাল কাকদ্বীপ আদালতে তোলা হবে।
![ঢোলাহাটে ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই ঢোলাহাটে ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/18/68281-arrest-18-10-16.jpg)
ওয়েব ডেস্ক: ঢোলাহাটে ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই। সাবির শেখ ও মুইবুর লস্কর নামে দুজনকে গ্রেফতার করল সি আই ডি। সি আই ডির দাবি, জেরায় ছাগল ব্যবসায়ীকে খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। সেপ্টেম্বরের ৪ তারিখ বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি ব্যবসায়ী রউফ লস্কর। পরের দিন দড়িকুলতলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এরপরই তাঁর খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিসের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট। ঘটবার তদন্তভার হাতে নেয় সি আই ডি। ধৃত দুজনকে কাল কাকদ্বীপ আদালতে তোলা হবে।
আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের
আরও পড়ুন তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচন কবে জানুন