কাঁটাতারের বেড়া টপকিয়ে কাজের স্বপ্ন ইছামতীর জলে রক্তাক্ত হল, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার পথে ধর্ষিত হল দুই তরুণী
কাজের খোঁজে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে আসার পথে ধর্ষিতা হলেন দুই বাংলাদেশি তরুণী। উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই তরুণীকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। অন্যদিকে ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দিল দুই যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতারে।
কাজের খোঁজে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে আসার পথে ধর্ষিতা হলেন দুই বাংলাদেশি তরুণী। উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই তরুণীকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। অন্যদিকে ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দিল দুই যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতারে।
মুম্বইয়ে কাজের লোভ দেখিয়ে দুই তরুণীকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল এক ব্যক্তি। ইছামতী নদী পার করার পর স্বমূর্তি ধরে নৌকার দুই মাঝি ও ওই ব্যক্তি। তিনজনে মিলে তাঁদের ধর্ষণ করে বলে অভিযোগ। বিএসএফের তাড়া খেয়ে এরপর অবশ্য ওই তিনজনই পালিয়ে যায়। দুই তরুণীকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। দুই বাংলাদেশী তরুণীর শারীরিক পরীক্ষার পর তাঁদের বনগাঁর হোমে রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিস।
কয়েকদিন আগে এক মহিলাকে নিয়ে বর্ধমানের ভাতারের ওড়গ্রাম জঙ্গলে পিকনিক করে শিবম তালুকদার ও শ্যামল রায়। ওই মহিলার বাড়ি হাওড়ার বামনগাছিতে। রবিবার রাতে আবার তাঁরা মহিলাকে নিয়ে জঙ্গলে যায় বলে অভিযোগ। সেখানে ধর্ষণের চেষ্টা করলে মহিলা বাধা দেন। মহিলার চিত্কারে ছুটে আসেন গ্রামবাসীরা। তখনই মহিলার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই দুই যুবক। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।