ভিডিওতে দেখুন কীভাবে ছাগলকে গিলে খেল ২০ ফিট লম্বা অজগর
জঙ্গলে খাবার না পেয়ে গেরস্থের ঘরে হানা। খুঁটিতে বাধা ছিল নাদুসনুদুস একটা ছাগল। তাই দেখেই আর স্থির থাকতে পারেনি সে। একেবারে আস্ত গিলে খেতে যায় ছাগলটিকে।
![ভিডিওতে দেখুন কীভাবে ছাগলকে গিলে খেল ২০ ফিট লম্বা অজগর ভিডিওতে দেখুন কীভাবে ছাগলকে গিলে খেল ২০ ফিট লম্বা অজগর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/10/57440-497580-python-in-west-bengal.jpg)
ওয়েব ডেস্ক : জঙ্গলে খাবার না পেয়ে গেরস্থের ঘরে হানা। খুঁটিতে বাধা ছিল নাদুসনুদুস একটা ছাগল। তাই দেখেই আর স্থির থাকতে পারেনি সে। একেবারে আস্ত গিলে খেতে যায় ছাগলটিকে।
২০ ফিট লম্বা একটা অজগর। আস্ত একটা ছাগলকে গিলে খাচ্ছে সে। ভিডিওতে ধরা পড়ে ঘটনাটি। ঘটনাটি এরাজ্যের জলপাইগুড়ির মল্লিক শোভা গ্রামের। ছাগলটির গোঙানির আওয়াজ পেয়ে ছুটে আসে গ্রামবাসীরা। পরে সাপটিকে উদ্ধার করে তারা বন দফতরের হাতে তুলে দেয়। বন দফতর সূত্রে জানা গেছে, সাপটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, অজগরটি বার্মিস রক প্রজাতির ছিল।
দেখুন সেই ভিডিও-