তৃণমূলের হাতে আক্রান্ত তাদেরই সমর্থক শিক্ষক

তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূল সমর্থক এক স্কুল শিক্ষকের পরিবার। বারবার থানায় ও দলের নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও ফল হয়নি বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জমিতে সেচের জল দেওয়া নিয়ে ওই বিবাদের জেরে আহত হন তিনজন।

Updated By: Apr 20, 2012, 05:09 PM IST

তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূল সমর্থক এক স্কুল শিক্ষকের পরিবার। বারবার থানায় ও দলের নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও ফল হয়নি বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জমিতে সেচের জল দেওয়া নিয়ে ওই বিবাদের জেরে আহত হন তিনজন।
অভিযোগ, জোর করে জমি দখল করার লক্ষ্যে ছোট জমির মালিকদের সেচে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপনকুমার রায় ও তাঁর দুই ছেলে। টাঙির কোপে রক্তাক্ত অবস্থায় মেদিনীপুরে পালিয়ে আসেন তাঁরা। তৃণমূল সমর্থক ওই পরিবারের অভিযোগ, জেলা যুব তৃণমূলের সহ সভাপতি তন্ময় দলুইয়ের নেতৃত্বে এই ঘটনা ঘটে। পুলিস বা দলীয় নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ওই পরিবার।

.