জাপানি অস্কার দৌড়ে থ্রি ইডিয়টস

জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেল থ্রি ইডিয়টস। আগামী ৭ মার্চ টোকিওর নিউ টাকানাওয়ায় গ্র্যান্ড প্রিন্স হোটেলে বসবে ৩৭তম জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর।

Updated By: Jan 27, 2014, 05:38 PM IST

জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেল থ্রি ইডিয়টস। আগামী ৭ মার্চ টোকিওর নিউ টাকানাওয়ায় গ্র্যান্ড প্রিন্স হোটেলে বসবে ৩৭তম জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর।

থ্রি ইডিয়টসের সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে জ্যাঙ্গো আনচেনড, ক্যাপ্টেন ফিলিপ, গ্র্যাভিটি ও লা মিসরেবলস। রাজু হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস ভারতে মুক্তি পায় ২৩ ডিসেম্বর, ২০০৯। জাপানে ছবিটি মুক্তি পায় ২০১৩ সালের জুন মাসে। ব্লকবাস্টার থ্রি ইডিয়টসে রয়েছেন আমির খান, শরমন জোশি, আর মাধবন ও করিনা কপূর।

১৯৭৮ সালে জাপানের নিপ্পন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েশন শুরু করে জাপান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।

.