এবার রূপোলি পর্দায় হেতাল পারেখ হত্যাকাণ্ড ও ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা

হেতাল পারেখ হত্যাকাণ্ড ও ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে তৈরি হতে চলেছে বাংলা ছবি। ২৬ বছর পর ওই ঘটনা নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল।

Updated By: Nov 19, 2016, 08:00 PM IST
এবার রূপোলি পর্দায় হেতাল পারেখ হত্যাকাণ্ড ও ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা

ওয়েব ডেস্ক: হেতাল পারেখ হত্যাকাণ্ড ও ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে তৈরি হতে চলেছে বাংলা ছবি। ২৬ বছর পর ওই ঘটনা নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল।

১৯৯০ এর মার্চ মাস। ICSE পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে এক কিশোরী। তারপরই নিজের বেডরুমে নিহত অবস্থায় পাওয়া যায় তাকে। হেতাল পারেখ হত্যাকাণ্ড শুধু বাংলাতেই নয়, গোটা ভারতে একটা Rarest of the rare কেস হিসাবে জনমানসে প্রভাব ফেলে। এই কেসের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ঐ ফ্ল্যাটবাড়ির কেয়ারটেকার ধনঞ্জয় চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হন এবং পরে তাঁর ফাঁসি হয়।

আরও পড়ুন-  গত ৫০ বছরে ভারতের বিরুদ্ধে কিনা মইন আলিই সেরা স্পিনার!

এই ফাঁসি  নিয়ে শুরু হয় তুলকালাম। এই দাবিও ওঠে যে, ধনঞ্জয় সুবিচার পাননি। এবার বাংলা ছবিতে সেই পর্ব নিয়েই ছবি। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবির পরিচালক অরিন্দম শীল। ছবির রিসার্চের সঙ্গে ওতঃপ্রোতভাবে ডড়িয়ে আর এক পরিচালক অতনু ঘোষ। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।

আরও পড়ুন-  মল্লিকা ও তাঁর বয়ফ্রেন্ডের ওপর দুষ্কৃতী হামলা প্যারিসে

.