Cannes-এর সৈকতে গেরুয়া বিকিনিতে আগুন ধরালেন Paoli Dam
গেরুয়া বিকিনিতে সূর্য স্নান করতে দেখা যাচ্ছে বঙ্গললনা পাওলি দামকে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Cannes-এর সৈকতে গেরুয়া বিকিনিতে আগুন ধরালেন Paoli Dam Cannes-এর সৈকতে গেরুয়া বিকিনিতে আগুন ধরালেন Paoli Dam](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/12/332418-11829.jpg)
নিজস্ব প্রতিবেদন : সামনে নীল সমুদ্র, সৈকতে চিকচিক করছে সাদা বালি। সেখানে তোয়ালে পেতে গেরুয়া বিকিনিতে সূর্য স্নান করতে দেখা যাচ্ছে বঙ্গললনা পাওলি দামকে (Paoli Dam)। এছবি ফ্রেঞ্চ রিভিয়েরা সংলগ্ন সৈকত শহর কান (Cannes)-র। পুরনো অ্যালবাম ঘেঁটে সোমবার ইনস্টাগ্রামে এমনই ছবি পোস্ট করেছেন নস্টালজিক অভিনেত্রী।
সোমবার পাওলির (Paoli Dam) পোস্ট করা এই ছবিতে মজেছে নেট দুনিয়া। কান-র সৈকতে পাওলির এই রূপে যেন আগুন ঝরছে। ছবি পোস্ট করে ক্যাপশানে পাওলি লিখেছেন, ''Morning blues from a decade back''। হ্যাশ ট্যাগে লিখেছেন, #CannedMemories। নিমেষে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পোস্ট করা এই ছবি।
আরও পড়ুন-ফুসফুস আকৃতির সোনার নেকলেস দিয়ে ঢাকা স্তন, Cannes-র রেড কার্পেটে নজর কাড়লেন Bella Hadid
পাওলির এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি কমেন্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারকে। 'ও মাই গড' লিখে আগুনের ইমোজি এঁকে দিয়েছেন সোহিনী। আটপৌরে বাঙালিয়ানায় ভরপুর পোশাক হোক, কিংবা হট বিকিনি সব লুকেই তিনি যে পারফেক্ট, এদিন তা আরও একবার প্রমাণ করলেন পাওলি (Paoli Dam)।
এই মুহূর্তে অর্জুন দত্ত পরিবচালিত 'বিরিয়ানি' ছবির শ্যুট করছেন পাওলি দাম (Paoli Dam)। খুব শীঘ্রই লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে।