পার্টি মুডে এক্কেবারে অন্যরকম, ভাইরাল অপরাজিতা আঢ্যর নাচের ভিডিয়ো
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন অপরাজিতা আঢ্য
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![পার্টি মুডে এক্কেবারে অন্যরকম, ভাইরাল অপরাজিতা আঢ্যর নাচের ভিডিয়ো পার্টি মুডে এক্কেবারে অন্যরকম, ভাইরাল অপরাজিতা আঢ্যর নাচের ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/12/239120-aapp.jpg)
নিজস্ব প্রতিবেদন: এক্কেবারে পার্টি মুডে রয়েছেন অপরাজিতা আঢ্য। বাধাধরা ছকের বাইরে গিয়ে অপরাজিতা আঢ্যর ওই ভিডিয়ো যখন প্রকাশ্যে আসে, তখন তাঁর ভক্তরা যেন অবাক হয়ে যান।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাড়ি কিংবা সালওয়ার কামিজ নয়, পশ্চিমী পোশাক পরে পানশালায় নাচছেন অপরাজিতা। হিন্দি গানের ধুনে কোমর দোলাতে দেখা যায় তাঁকে।
দেখুন অপরাজিতা আঢ্যর সেই ভিডিয়ো....
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বেশ কয়েকদিন আগে ওই ভিডিয়ো শেয়ার করলেও, বর্তমানে তা সোশ্যাল সাইটে ট্রেন্ড করতে শুরু করেছে। এই ভিডিয়ো দেখে কেউ কেউ অপারজিতা আঢ্যর অন্যরকম পোশাক এবং নাচের জন্য প্রশংসাও করতে শুরু করেন।
আরও পড়ুন : পোশাক না পরেই রাস্তায় নামলেন মালাইকা? নোংরা আক্রমণ বলিউড অভিনেত্রীকে
ছোট পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে বর্তমানে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও জমিয়ে অভিনয় করতে শুরু করেছেন অপরাজিতা।