অযোধ্যা মামলার রায়: কী বলছেন কঙ্গনা, হুমা, তাপসী, ফারহা খানরা?
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে স্বাগত জানিয়েছেন বলিউডের বহু তারকা।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে দীর্ঘদিন ধরে চলা অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবার দেশের শীর্ষ আদালতের এই রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোধ্যার ওই ২.৭৭ একর জমির উপর তৈরি হবে রাম মন্দির। অন্যদিকে অযোধ্যাতেই তবে অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে। অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে স্বাগত জানিয়েছেন বলিউডের বহু তারকা।
অযোধ্যা নিয়ে রায় ঘোষণার পর প্রথম টুইটটিই করেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ''অযোধ্যা মামলার রায়ই প্রমাণ করে দিয়েছে আমরা সকলেই কীভাবে শান্তিতে এবং একত্রে থাকতে পারি। এটাই আমাদের মহান দেশের সৌন্দর্য। আমি সকলকে অনুরোধ করবো আমাদের এই বৈচিত্রের মধ্যে ঐক্যকে উদযাপন করতে।''
"The supreme court judgement on #AYODHYAVERDICT shows how all of us can coexist peacefully. This is the beauty of our great country, and I urge everyone to rejoice in the fact that we define 'Unity in diversity' : #KanganaRanaut #AyodhyaJudgment #AyodhyacaseVerdict
— Team Kangana Ranaut (@KanganaTeam) November 9, 2019
সুপ্রিম কোর্টের এই নির্দেশ শুনে অভিনেত্রী তাপসী পন্নু লিখেছে, '' হয়ে গেছে, কিন্তু এবার? ''
Ho gaya. Bas. Ab ?
— taapsee pannu (@taapsee) November 9, 2019
'প্যায়ার কা পঞ্চনামা' খ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মা রায়কে স্বাগত জানিয়ে লিখেছেন, ''খুবই সামঞ্জস্যপূর্ণ রায়। খুবই গুরুত্বপূর্ণ সর্বসম্মত রায়। আমাদের বিচার ব্যবস্থাকে সম্মান করা উচিত।'' আরও একটি টুইটে দিব্যেন্দু লিখেছেন এই বিজ্ঞানসম্মত রায়ের জন্য ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের যথেষ্ঠ অবদান রয়েছে।
ASI Archaeological Survey of India played a huge part in the judgement, which makes it a scientific judgement
— divyenndu (@divyenndu) November 9, 2019
A very measured and balanced judgement. Most importantly it's a unanimous verdict. Let's all respect our judiciary. #AYODHYAVERDICT
— divyenndu (@divyenndu) November 9, 2019
সিনেমার নির্দেশক হনসল মেহেতা বলেন, ''সময় লাগে, তবে সময়ের সঙ্গে সবকিছু ঠিকই হয়ে যায়। দীর্ঘদিন ধরে বিতর্কে থাকা বিতর্কিত জমি নিয়ে অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমাদের এই রায়কে সম্মান করা উচিত। তবে যাঁরা এই রায় নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তাঁদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। ''
Waqt lagta hai, par ho jaata hai. The Supreme Court has delivered it's verdict on a longstanding dispute over land title. Respect the law, accept the verdict and ignore those who will try to gain political capital or TRPs from this. It really is time to move on.
— Hansal Mehta (@mehtahansal) November 9, 2019
শীর্ষ আদালতের রায় নিয়ে অভিনেত্রী হুমা কুরেশি বলেন, ''আমার প্রিয় ভারতবাসী, সকলের কাছে অনুরোধ, দেশের শীর্ষ আদালতের দেওয়া এই রায়কে সম্মান জানান। আমাদের সকলের একত্রিত হয়ে দেশের জাতীয় স্বার্থে এগিয়ে চলা উচিত। ''
My dear Indians, please respect the Supreme Court verdict on #AyodhyaCase today. We all need to heal together and move on from this as one nation !!
— Huma Qureshi (@humasqureshi) November 9, 2019
সিনেমার নির্দেশক মধুর ভান্ডরকর লিখেছেন, ''অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি সমস্যার সমাধান হল।''
Welcome the fair verdict over the #AyodhyaCase by Hon. Supreme Court. Finally the long pending issue will be resolved now.
— Madhur Bhandarkar (@imbhandarkar) November 9, 2019
অভিনেতা কুণাল কাপুর লিখেছেন, ''এই সময়টা শান্তি বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই বিষয় নিয়ে স্পর্শকাতর না হয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ার সময় এসেছে।''
This is a time for peace and healing. Let's be sensitive to each other and build a more inclusive and unified India #AYODHYAVERDICT
— Kunal Kapoor (@kapoorkkunal) November 9, 2019
অভিনেতা বিক্রান্ত মাসে লিখেছেন, '' আজকের দিনটা ভীষণই উজ্জ্বল। গতকালের থেকে আগামীকালটা আরও ভালো হতে পারে। আমাদের উচিত একটা শক্তিশালী ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।''
What a glorious day.
Our tomorrow’s will be better than our yesterday’s.
I pray for an India that is stronger & unified as we move into a new decade. #AYODHYAVERDICT
— Vikrant Massey (@masseysahib) November 9, 2019
বলিউডের পরিচালক ও প্রযোজক ফারহা খান লিখেছেন, '' আমার কাছে মন্দির, মসজিদ ও চার্চ সবই ইট-কাঠ-পাথরের বস্তু ছাড়া আর কিছুই নয়। আসল প্রার্থনা আসে একেবারে হৃদয় থেকে। তবে অযোধ্যা নিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। এবার আমাদের মন্দির-মসজিদ নিয়ে ভাবনা ছেড়ে ঐক্যবদ্ধ জাতি ও দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। জয় হিন্দ।''
To me Temples Mosques Churches are brick and mortar. The true essence of prayer lies in your intent not ritual. Happy with the Ayodhya verdict. Now maybe we can leave this Mandir - Masjid issue far behind and focus on progress and people of our great nation. Jai Hind
— Farah Khan (@FarahKhanAli) November 9, 2019
আরও একটি টুইটে ফারহা লিখেছেন, ''আযোধ্যা নিয়ে দেওয়া রায়ে আমি খুশি। আশাকরি ওই জায়গায় এবার মন্দির প্রতিষ্ঠা করা হবে। আমাদের এবার বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ দেশ ও অর্থনীতির উন্নতির জন্য কাজ করা উচিত। ধর্ম ও রাজনীতি থেকে বেরিয়ে যতবেশি অর্থনীতির উন্নতিতে মন দেব, ততই দেশের উন্নতি হবে। জয় হিন্দ।''
Happy with the Ayodhya Verdict. Hopefully the temple will be built now & we can move on from divisive politics to focusing on ALL our people and making our economy grow. Less religious politics and more economic policies that benefit the nation at large. Jai Hind
— Farah Khan (@FarahKhanAli) November 9, 2019
তবে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এখনও মুখ খোলেননি শাহরুখ, সলমন, আমির ও অক্ষয়।