বাদুড়খেকোরাই দায়ি, করোনা নিয়ে চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইমরান হাশমি
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই মন্তব্য করেন ইমরান হাশমি
নিজস্ব প্রতিবেদন : কয়েক মাইল দূরে বসে কেউ বা কয়েকজন অদ্ভুদ অভিজ্ঞতার জন্য বাদুড় খেতে চেয়েছিলেন। তাঁদের সেই রসনার তৃপ্তির জন্যই আজ করোনা ভাইরাস এভাবে ডালপালা ছড়িয়ে বিস্তার লাভ করেছে গোটা বিশ্ব জুড়ে। মারণ ভাইরাসের জেরে যখন একের পর এক সংক্রমিত হচ্ছে মানুষ, সেই সময় নাম না করেই চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা ইমরান হাশমি।
আরও পড়ুন : হৃত্বিকের সঙ্গে সম্পর্ক! মুখ খুললেন করিনা
নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনা নিয়ে মন্তব্য করেন বলিউড অভিনেতা। সেখানেই নাম না করে চিনের মানুষের একাংশের রসনায় বাদুড়প্রীতি নিয়ে কটাক্ষ করেন বলিউড অভিনেতা।
And all this because some person thousands of miles away wanted to have a freakish culinary experience like eating a BAT ...
— Emraan Hashmi (@emraanhashmi) March 26, 2020
বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে শুরু হয়েছে জোরদার লড়াই। করোনার সংক্রমণ রুখে দিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ২১ দিনের লকডাউনে কার্যত রুদ্ধ গোটা ভারত। এদিকে করোনায় যখন চিন, ইরান, ইতালিতে মৃত্যু মিছিল শুরু হয়েছে, তখন সেই তালিকায় যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নামও। অন্যদিকে শুক্রবারই করোনায় আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে দিন যত এগোচ্ছে, করোনা পরিস্থিতি তত হাতের বাইরে চলে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।