শাহরুখের 'ফ্যান' শাহরুখ নিজেই
Updated By: Oct 28, 2015, 02:49 PM IST
![শাহরুখের 'ফ্যান' শাহরুখ নিজেই শাহরুখের 'ফ্যান' শাহরুখ নিজেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/28/44117-3fan.jpg)
ওয়েব ডেস্ক: ২০১৬, ১৫ এপ্রিলে মুক্তি পাবে বলিউডের বেতাজ 'বাদশাহ্' শাহরুখ খানের ছবি 'ফ্যান'। যশ রাজ ব্যানারের এই ছবির পোস্টার নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে শাহরুখের ফ্যানেদের মধ্যেই। উত্তেজনার পারদ আরও চড়ল যখন দেখা গেল একটা ঘর বন্দি নিজের পোস্টারের সামনে ট্রফি হাতে দাঁড়িয়ে স্বয়ং কিং। এটাই ফ্যানের নতুন পোস্টার। সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক টুইটারের দেওয়াল ছেয়ে গেছে এই পোস্টারেই।
ফ্যানের ট্যাগ লাইনটাই মন জয় করছে শাহরুখ ফ্যানদের-'ফ্যান ছাড়া কোনও তারকাই তারকা নয়, তারকা ছাড়া ফ্যানও তৈরি হয় না'।
'ফ্যান' ফিল্মের পরিচালক হলেন মনীষ শর্মা। প্রযোজনায় আদিত্য চোপড়া।