সেন্সর বোর্ডের পরিচালকদের পাশে থাকা উচিত: ফারহান
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ম্যাড্রাস ক্যাফে। সমালোচকদের প্রশংসা, বক্সঅফিসের আনুকূল্য পেলেও বিভিন্ন তামিল গ্রুপের প্রতিবাদের মুখেও পড়তে হয়েছে। বিতর্কও পোহাতে হচ্ছে বিস্তর। এই অবস্থায় সেন্সর বোর্ডের এগিয়ে এসে পরিচালকদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন ফারহান আখতার।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ম্যাড্রাস ক্যাফে। সমালোচকদের প্রশংসা, বক্সঅফিসের আনুকূল্য পেলেও বিভিন্ন তামিল গ্রুপের প্রতিবাদের মুখেও পড়তে হয়েছে। বিতর্কও পোহাতে হচ্ছে বিস্তর। এই অবস্থায় সেন্সর বোর্ডের এগিয়ে এসে পরিচালকদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন ফারহান আখতার।
এ দিন ফারহান বলেন, "পরিচালকদের নিজস্ব ভাবনা থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। সেটা সেন্সর বোর্ডের রক্ষা করা উচিত। আমাদের সেন্সর বোর্ডের প্রতি দায়িত্ববোধ রয়েছে, সেন্সর বোর্ডেরও আমাদের প্রতি দায়িত্ববোধ রয়েছে। এইসব ক্ষেত্রে আমি আশা করব সেন্সর বোর্ড আমাদের পাশে দাঁড়াবে।" ফারহান মনে করেন সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেই সেই ছবি সব রাজ্যে দেখানো উচিত। বলেন, "এই বিষয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। সেন্সর বোর্ড অনুমতি দিলেই আমরা যেকোনও ছবি নিয়ে এগোতে পারি। যেকোনও রাজ্যেই আমাদের ছবি মুক্তি পেতে পারে। আমাদের দেশে ছবি যেভাবে রাজনীতির শিকার হয় তা সত্যিই দুর্ভাগ্যের।"