সারাজীবন জেলে বন্দি করে রাখা হোক ধর্ষকদের, হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে ফুঁসে উঠলেন হেমা মালিনী

ধর্ষকদের জেলের ভিতর বন্ধ করে রাখা হোক। জেল থেকে তাদের বের করার কোনও প্রয়োজন নেই। হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুললেন হেমা মালিনি 

Updated By: Dec 4, 2019, 04:40 PM IST
সারাজীবন জেলে বন্দি করে রাখা হোক ধর্ষকদের, হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে ফুঁসে উঠলেন হেমা মালিনী

নিজস্ব প্রতিবেদন : ধর্ষকদের জেলের ভিতর বন্ধ করে রাখা হোক। জেল থেকে তাদের বের করার কোনও প্রয়োজন নেই। সারা জীবন জেলের মধ্যেই ধর্ষকদের বন্ধ করে রাখা হোক। হায়দরাবাদে (Hyderabad vet rape-murder) তরুণী পশু চিকিতসকের গণধর্ষণ এবং খুনের ঘটনায় এবার এভাবেই ফুঁসে উঠলেন বিজেপি সাংসদ (Hema Malini) হেমা মালিনি।

আরও পড়ুন :  পছন্দ নতুন কেউ, টেলি অভিনেত্রী ক্রিস্টিলকে বেছে নিলেন ইমরান হাসমি
সম্প্রতি হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে সংসদে মুখ খোলেন (Jaya Bachchan) জয়া বচ্চন। সমাজবাদী পার্টির এই সাংসদ বলেন, 'সময় এসেছে, এবার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।' 
 তিনি আরও বলেন, 'ধর্ষকদের প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত। তাদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।' একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

সমাজবাদী পার্টির রাজ্যসভার এই সাংসদ বলেন, 'ধর্ষণের ঘটনায় বিচার দিতে সরকার কী করছে তা জানাতে হবে। হায়দরাবাদের যে ঘটনায় শোরগোল পড়েছে তার আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছে।' জয়া বচ্চনের পর এবার হায়দরাবাদ কাণ্ড নিয়ে মুখ খুললেন বিজেপির অভিনেতা সাংসদ।

আরও পড়ুন : কৃতিতে মুগ্ধ, সঞ্জয় দত্তের ৩০৯ নম্বর বান্ধবী হচ্ছেন বলিউড অভিনেত্রী!
জয়া বচ্চন এবং হেমা মালিনির পাশাপাশি তরুণী পশু চিকিতসক খুনের ঘটনায় সরব হন Salman Khan সলমন খান, অজয় দেবগণরাও। সলমন বলেন, ধর্ষকদের মতো রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে, সবাইকে রুখে দাঁড়াতে হবে একসঙ্গে। 

আরও পড়ুন  : ধর্ষক 'রাক্ষস'-দের বিরুদ্ধে লড়তে হবে একযোগে, হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে ফুঁসে উঠলেন সলমন
বলিউড ভাইজান আরও বলেন, মানুষের মুখোশের আড়ালে সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইসব শয়তানরা। নির্ভয়া কিংবা হায়দরাবাদের পশু চিকিতসক তিল তিল করে যে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন, এবার তার বিরুদ্ধে লড়তে হবে। সমাজে যাতে দ্বিতীয় নির্ভয়া কিংবা হায়দরাবাদের ওই তরুণীর মতো কারও হাল না হয়, তার জন্য প্রত্যেকটি মানুষকে একযোগে লড়াই করতে হবে। শুধু তাই নয়, মেয়ের মৃত্যুর পর ওই সব পরিবারের প্রত্যেক সদস্য যে যন্ত্রণা ভোগ করছেন, এবার তা শেষ হওয়া উচিত। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানকে বাক্স বন্দি করে রাখলে আর চলবে না। সমাজের প্রত্যেকটি বেটির জীবন রক্ষা করতে, মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই নির্ভয়া কিংবা হায়দরাবাদের পশু চিকিতসকের আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন সলমন খান।

.