ট্রেনে নাচতেন মাধুরী?
![ট্রেনে নাচতেন মাধুরী? ট্রেনে নাচতেন মাধুরী?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/26/97071-madhuri-iiiiiii.jpg)
সংবাদ সংস্থা : মাত্র ১৭ বছর বয়সে ‘অবোধ’ দিয়ে বি টাউনে হাতেখড়ি হয়েছিল। তারপর যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে। ‘ধক ধক গার্ল’ হিসেবে বলিউডে পরিচিতি পেয়েছেন তিনি। ‘হাম আপকে হ্যায় কৌন’-এ হোক কিংবা দেবদাস, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের নৃত্যশৈলীতেও তাবড় নায়িকাদের পিছনে ফেলেছেন তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি মাধুরী দীক্ষিত। কিন্তু, বলিউডের ‘ধক ধক গার্ল’ ট্রেনেও কখনও নাচ করতেন জানেন?
আরও পড়ুন : সানির সঙ্গেই সময় কাটাচ্ছেন আরবাজ?
অবাক লাগছে শুনতে? স্পটবয়-এর খবর অনুযায়ী, ছোট থেকেই নাকি নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল মাধুরী দীক্ষিতের। আর তাই কোথাও ড্রাম বা অন্য কিছু বাজতে শুরু করলেই কোমর দোলাতে শুরু করতেন মাধুরী।
তিনি বলেন, ছোটবেলায় একবার যখন মায়ের সঙ্গে ট্রেনে সফর করছিলেন, তখন আচমকাই ট্রেনের মধ্যে নাচ করতে শুরু করেন ছোট্ট মাধুরী। যা দেখে রীতিমত চমকে যান মাধুরীর মা। ‘জায়গায় এসে বসো’ বলে মেয়েকে ধমকানও তিনি।
আরও পড়ুন : বলিউডে যৌন নিগ্রহ? বিস্ফোরক অভিনেত্রী
এরপর বলিউডে যত পোক্ত হয়েছে মাধুরীর পায়ের নীচের জমি, তার চেয়েও বেশি শক্ত হয়েছে নৃত্য শিল্পী হিসেবে মাধুরীর কৃতিত্ব।