হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর রোহনপ্রীতের সঙ্গে মুম্বইতে ফিরলেন নেহা কক্কর
রোহনপ্রীত সিংয়ের হাত ধরে মঙ্গলবার মুম্বইতে ফেরেন নেহা কক্কর
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর রোহনপ্রীতের সঙ্গে মুম্বইতে ফিরলেন নেহা কক্কর হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর রোহনপ্রীতের সঙ্গে মুম্বইতে ফিরলেন নেহা কক্কর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/27/284157-neha-wid-rohan.jpg)
নিজস্ব প্রতিবেদন : ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। দিল্লির একটি গুরুদ্বারে রহনপ্রীত এবং নেহার বিয়ের আসর বসে। বিয়ের পর দিল্লি এবং চন্ডীগড়ে পরপর দুটি রিসেপশনের পর এবার মুম্বইতে ফিরলেন বলিউডের জনপ্রিয় গায়িকা। রোহনপ্রীত সিংয়ের হাত ধরে মঙ্গলবার মুম্বইতে ফেরেন নেহা কক্কর। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে নামার পরপরই পাপারাতজির ক্যামেরায় বন্দি হন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং।
বিয়ের পর নীল-সাদা রঙের পোশাক পরে মুম্বই বিমানবন্দরে নামেন নেহা।
নীল-সাদা রঙের পোশাকের সঙ্গে গলায় মঙ্গলসূত্র এবং হাতে লাল রঙের চূড়া পরেই শহরে ফেরেন গায়িকা। মুম্বই বিমানবন্দরে স্ত্রীর হাত ধরে নিয়েই পাপারাতজির মুখোমুখি হন রোহনপ্রীত সিং। করোনার জেরে বিমানবন্দরে প্রথমে নেহাদের মুখে মাস্ক থাকলেও, পরে তা খুলে নিয়েই ক্যামেরার সামনে পোজ দেন গায়িকা।