'পাগলামি' করছেন নুসরত? দেখুন ভিডিও
এমনই একটি ভিডিও শেয়ার করেছেন নুসরত
!['পাগলামি' করছেন নুসরত? দেখুন ভিডিও 'পাগলামি' করছেন নুসরত? দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/13/124225-pagenusususs.jpg)
নিজস্ব প্রতিবেদন : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। যেমন জমিয়ে অভিনয় করছেন তিনি, তেমনি শত ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিতে কিন্তু একদমই ভোলেন না। তিনি নুসরত জাহান। এবার সেই প্রমাণই পাওয়া গেল এবার তাঁর একটি ভিডিও থেকে।
বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী নুসরত জাহান। আর সেখানে তিনি কি করেছেন জানেন? ভিডিওটি লক্ষ্য করলে দেখলে পাবেন, নিজের দক্ষতা দিয়ে কীভাবে ওই ভিডিওটিতে নতুন করে অভিনয় করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন : রেগে গেলেন করিনা, তৈমুরকে নিয়ে এবার কড়া জবাব দিলেন বেবো
যদিও, বিষয়টিকে নিজের ‘পাগলামি’ বলেই উল্লেখ করেছেন নুসরত জাহান। কিন্তু, নুসরতের ওই ভিডিও দেখে কিন্তু উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। কিন্তু, নুসরত কি বললেন? অভিনেত্রীর কথায়, বুধবার সকালটা নাকি এভাবেই ‘পাগলামি’ দিয়ে শুরু করেছেন তিনি।
দেখুন সেই ভিডিও..