অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ছবি
ভাইরাল হয়ে যায় ছবি হু হু করে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ছবি অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/02/253261-akshays-son-withpm.jpg)
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অক্ষয় কুমারের ছেলে আরভ। শুধু তাই নয়, স্নেহের পরশ দিয়েই অক্ষয়-পুত্রের কান টেনে দিচ্ছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
দেখুন...
ছবিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরে রয়েছে আরভ। অন্যদিকে প্রধানমমন্ত্রীর পরনে রয়েছে খাদির কুর্তা। তড়কা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে আরভের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি।
সম্প্রতি আরভ যে ভাল রান্না করতে শিখেছে, সে বিষয়ে ভক্তদের জানান ট্যুইঙ্কেল খান্না। এমনকী, আরভের তৈরি করা কেকের ছবিও শেয়ার করেন অক্ষয়-পত্নী।