Nadia: নদিয়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! এক বাইকে ৪, মৃত সকলেই...
Nadia: বাকি দুইজনের চিকিৎসার জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সোমবার সকালে মৃত্যু হয়।
অনুপ কুমার দাস: বাইক ট্রাকের সংঘর্ষে বাইকে থাকা মৃত চার কলেজ পড়ুয়া। একই বাইকে করে চারজনে মিলে গত রাতে ঘুরতে বেরিয়েছিল, বাড়ি ফেরার পথে,দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু, বাকি দুইজনের চিকিৎসার জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সোমবার সকালে মৃত্যু হয়।
আরও পড়ুন: স্কুলের অধিকাংশ পড়ুয়াই সংখ্যালঘু, সব ভুলে মেতে উঠল বাগদেবীর আরাধনায়
চারজনের নাম মনিশ বিশ্বাস বয়স (১৮), দ্বীপ মন্ডল বয়স (২০), সুমন মন্ডল বয়স (১৮),তন্ময় বিশ্বাস বয়স (১৮)। এদের বাড়ি তেহট্ট এলাকায়। দুর্ঘটনা ঘটে কানাইখালী বাজারের কাছে, কেউ কেউ বলেছেন গাছে ধাক্কা মারে, কেউ ট্রাকে ধাক্কা মারে বলছেন, আসলে ফাঁকা জায়গায় চারজন পড়েছিল।
পুলিস তদন্ত করছে বাইক আরোহীরদের মাথায় হেলমেট ছিল কি না। পাশাপাশি প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বাইকটি দ্রুত গতিতে ছিল। দুর্ঘটনার সময়ে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল। সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিসকর্মীরাও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)