Weather Update: রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭.৫ ডিগ্রি বেশি! তবে ফের নামবে পারদ...
আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে।
অয়ন ঘোষাল: আজ রাত থেকেই ফের পারদ পতন। আজ পতন অতি সামান্য। কাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজ্যে রাতের পারদ গড়ে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামবে। তবে পারদের সেই পতন শীতের পক্ষে আহামরি কিছু নয় বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। বুধ বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় রাতের পারদ ১৭ বা ১৮-এর ঘরে নামতে পারে।
গতকাল রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় সাড়ে ৭ ডিগ্রি বেশি। সেই তাপমাত্রা ৩ ডিগ্রির কাছাকছি কমলেও শীতের আমেজ খুব বেশি ফেরার সম্ভবনা আর নেই। দিনের তাপমাত্রা খুব বেশি নামার সম্ভবনা কম। তাই কাল এবং পরশু সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ। রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সরস্বতী পুজোর তাপমাত্রা।
আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। একইভাবে রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আজ খুব সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও অংশে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়াতেই এই আঞ্চলিক বৃষ্টি। কাল থেকে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।
আরও পড়ুন, Barrackpore New CP: ২০২২-এর উলটপুরাণ! সরছেন অলোক, ব্যারাকপুরের নতুন সিপি অজয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)