Priyanka Chopra : 'অভিনেতাদের নিয়ে বেশিই বাড়াবাড়ি করা হয়, আমরা কী এমন কাজ করি!'

 প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন, 'যতটা না প্রাপ্য তার থেকেও অনেক বেশিই অভিনেতাদের নিয়ে বাড়াবাড়ি করা হয়।' 'দেশি গার্ল'-এর কথায়, 'চিত্রনাট্য লেখা অন্য কারোর জীবনের গল্প মুখস্থ করে ক্যামেরার সামনে বলি, অন্যের গাওয়া গানে লিপ মেলাই, আর কোরিওগ্রাফারের দেখিয়ে দেওয়া নাচের স্টেপ অনুসরণ করি, এছাড়া আমরা আর বিশেষ কিছুই করি না। আমাদের চুল এবং মেকআপও অন্য কেউ করে দেয়। তাহলেই ভাবুন আমরা আসলে করিটা কি?' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 18, 2022, 02:43 PM IST
Priyanka Chopra : 'অভিনেতাদের নিয়ে বেশিই বাড়াবাড়ি করা হয়, আমরা কী এমন কাজ করি!'

Priyanka Chopra, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : নাম প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রী হিসাবেই তাঁকে চেনেন দেশের মানুষ। শুধু দেশ কেন, দেশ ছাড়িয়ে মার্কিন মুলুকে গিয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বলিউড থেকে হলিউড, দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজ করছেন ইউনিসেফের প্রতি শুভেচ্ছা দূত হিসাবেও। কাজ করছেন উদ্যোগপতি হিসাবেও। সম্প্রতি, সেই প্রিয়াঙ্কাই প্রায় তিন বছর বাদে দেশে এসেছেন, নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ডের প্রচারে। এতদিন পরে দেশে ফিরেও তিনি দেখছেন তাঁকে ঘিরে এদেশের মানুষের উচ্ছ্বাস বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েই গিয়েছে। আর তাই প্রিয়াঙ্কার প্রশ্ন, 'যতটা না প্রাপ্য তার থেকেও অনেক বেশিই অভিনেতাদের নিয়ে বাড়াবাড়ি করা হয়।' 

হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রিয়াঙ্কা চোপড়া এমনটাই মনে করেন। 'দেশি গার্ল'-এর কথায়, 'চিত্রনাট্য লেখা অন্য কারোর জীবনের গল্প মুখস্থ করে ক্যামেরার সামনে বলি, অন্যের গাওয়া গানে লিপ মেলাই, আর কোরিওগ্রাফারের দেখিয়ে দেওয়া নাচের স্টেপ অনুসরণ করি, এছাড়া আমরা আর বিশেষ কিছুই করি না। আর বাকি যা করি তা হল অন্যের কথাতে আমরা ছবির প্রচার চালাই, আমাদের অন্যকেউ পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়। আমাদের চুল এবং মেকআপও অন্য কেউ করে দেয়। তাহলেই ভাবুন আমরা আসলে করিটা কি?' সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া।

আরও পড়ুন-ঐন্দ্রিলা এখনও সংকটেই, কী বলছেন চিকিৎসকরা?

আরও পড়ুন-লন্ডনে সৌরভ-ডোনার সঙ্গে সময় কাটালেন তৃণমূল বিধায়ক সোহম...

এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা বলেন, 'এখন না হয় আমি আমেরিকাতে গিয়ে বড় বড় শিল্পপতিদের সঙ্গে কাজ করছি, সেটা ঠিক। তবে  যখন বলিউডে ছিলাম তখনও আমি অনেক বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছি, তাঁরা আমায় শিখিয়েছেন কীভাবে ভালো অভিনেতা হয়ে উঠতে হবে। তবে তারপরেও আমি বলব, আমরা যাঁরা অভিনেতা তাঁদের বিশেষ কিছুই করার থাকে না। প্রয়োজনের তুলনায় অভিনেতাদের একটু বেশিই কৃতিত্ব দেওয়া হয়।' 

তবে প্রিয়াঙ্কা চোপড়ার এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ কেউ প্রিয়াঙ্কার কথায় বিস্মিত, তাঁদের প্রশ্ন, অভিনেতা হয়েও কীভাবে প্রিয়াঙ্কা অভিনয়কে ছোট করতে পারেন! আবার কারোর ভাবনা, প্রিয়াঙ্কা ভুল কিছুই বলেননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.