দাবাং থ্রি-র জন্য ইদ ২০১৭ বুক করলেন সলমন
আগামী বছর ইদে বক্সঅফিসে মুখোমুখি হতে চলেছে সলমনের সুলতান ও শাহরুখের রইস। তবে এই ঝুঁকি ভবিষ্যতে আর নিতে চান না সলমন। তাই এখন থেকেই দাবাং থ্রি ছবির জন্য ২০১৭ সালের ইদ বুক করে রাখলেন সলমন।
![দাবাং থ্রি-র জন্য ইদ ২০১৭ বুক করলেন সলমন দাবাং থ্রি-র জন্য ইদ ২০১৭ বুক করলেন সলমন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/29/39589-daabang3.jpg)
ওয়েব ডেস্ক: আগামী বছর ইদে বক্সঅফিসে মুখোমুখি হতে চলেছে সলমনের সুলতান ও শাহরুখের রইস। তবে এই ঝুঁকি ভবিষ্যতে আর নিতে চান না সলমন। তাই এখন থেকেই দাবাং থ্রি ছবির জন্য ২০১৭ সালের ইদ বুক করে রাখলেন সলমন।
একটি ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী সুলতান ছবির শেষ করেই দাবাং থ্রি ছবির কাজ শুরু করবেন সলমন। দাবাং ও দাবাং টু ছবির প্রিকোয়েল হতে চলেছে দাবাং থ্রি। আপাতত আগামী ছবি বজরঙ্গি ভাইজানের পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত সলমন। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন করিনা কপূর। কবীর খান পরিচালিত ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুলাই।