মাত্র ২৭-এই সব শেষ, চলে গেলেন সলমনের 'রেডি'-র সহঅভিনেতা মোহিত বাঘেল

সোক প্রকাশ করেন পরিণীতি 

Edited By: জয়িতা বসু | Updated By: May 23, 2020, 04:05 PM IST
মাত্র ২৭-এই সব শেষ, চলে গেলেন সলমনের 'রেডি'-র সহঅভিনেতা মোহিত বাঘেল

নিজস্ব প্রতিবেদন : ​ফের মৃত্যু বলিউডে। মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা মোহিত বাঘেল। সলমন খানের রেডি-র সহঅভিনেতা মোহিতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে শুরু করেছেন বলিউডের একাধিক সেলেব। পরিণীতি চোপড়া থেকে ড্রিম গার্লের পরিচালক রাজ সান্দালিয়ারা মুষড়ে পড়েছেন মোহিতের মৃত্যুর খবর পেয়ে।

রিপোর্টে প্রকাশ, ক্যানসারে আক্রান্ত হয়েই মৃতত্যু হয় বছর ২৭-এর মোহিতের। গত ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর তেকেই চিকিতসা চলছিল মোহিতের।

 

১৯৯৩ সালে উত্তরপ্রদেশের মথুরায় জন্ম হয় মোহিত বাঘেলের। ছোট থেকেই ফিল্ম দুনিয়ার প্রতি ঝোক ছিল মোহিতের। ফলে শিশু শিল্পী হিসেবে রূপোলি পর্দায় পরিচিতি হয় মোহিতের। এরপর ছোটে মিঞা নামের একটি কমেডি শোয়েও দেখা মেলে মোহিতের। সলমন খানের হাত ধরে রেডি-তে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন মোহিত বাঘেল। এরপর পরিণীতি চোপড়ার জবাড়িয়া জোডড়িতেও অভিনয় করনে মোহিত। প্রাক্তন সহঅভিনেতার মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান পরিণীতি চোপড়া।

.