Sourav Ganguly | BCCI President | Tollywood: বোর্ড থেকে মহারাজের অপসারণ, টলিউডে থমকে গেল শ্যুটিং!
Sourav Ganguly | BCCI President | Tollywood: বৃহস্পতিবার মমতা বিজেপিকে নিশানা করে বলেন, সৌরভ বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার শিকার! বিসিসিআই থেকে সৌরভের সরে আসার প্রভাব শুধু খেলার জগতে বা রাজনীতিতেই নয়, তার প্রভাব পড়েছে টলিউডেও। সত্যিই কী সৌরভের কারণেই আটকে গেল ছবির শ্যুটিং?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআইয়ে সৌরভ যুগের অবসান, শেষ প্রেসিডেন্ট পদের মেয়াদ। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি (BCCI President) পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উত্তরসূরি হতে চলেছেন রজার বিনি। সূত্রের খবর, সৌরভ বোর্ডের প্রধান হিসাবে চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে, অন্যান্য সদস্যদের কাছ থেকে সমর্থন পাননি। বৃহস্পতিবার আরও একবার দাদার হয়ে ব্যাট ধরেছেন দিদি। মমতা বিজেপিকে নিশানা করে বলেন, সৌরভ বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার শিকার! বিসিসিআই থেকে সৌরভের সরে আসার প্রভাব শুধু খেলার জগতে বা রাজনীতিতেই নয়, তার প্রভাব পড়েছে টলিউডেও। সত্যিই কী সৌরভের কারণেই আটকে গেল ছবির শ্যুটিং?
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
কিছুদিন আগেই পরিচালক হিসাবে নিজের আগামী ছবির ঘোষণা করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়(Rahul Banerjee)। ছবির নাম ‘কলকাতা ৯৬’(Kolkata 96)। ছবির চিত্রনাট্য লিখে ফেলেছেন রাহুল। ১৯৯৬ সালে লর্ডসের মাঠে সৌরভ সেঞ্চুরিকে ঘিরে কলকাতায় তৈরি হয়েছিল উৎসবের মেজাজ। সেই প্রেক্ষাপটেই ছবির গল্প। এই ছবির হাত ধরে রাহুল ও প্রিয়াঙ্কার ছেলে সহজকে প্রথমবার পর্দায় দেখারও কথা ছিল। কিন্তু আটকে গেছে সেই ছবির শ্যুটিং। প্রযোজক রাণা সরকারের দাবি, ‘সৌরভ বলেছিলেন যে ছবির জন্য সেই সময়ের কিছু ফুটেজ আমাদের দেবেন কিন্তু এখন সেটা আমাদের জোগাড় করতে হবে। যা কার্যত অসম্ভব। সৌরভ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকলে ওই ফুটেজ পেতে সুবিধা হত। তাই রাহুলকে আমি জানিয়েছি এই ছবিটা করব না।’
আরও পড়ুন-Anushka Sharma: চাকদা এক্সপ্রেসে সওয়ার, ইডেনের পর এবার আন্দুলে অনুষ্কা শর্মা!
এই বিষয়ে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান যে, ‘এই ছবি রাণা সরকার না করলেও আমি এই ছবি বানাব। অন্য প্রযোজক খুঁজছি। সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট থাকা না থাকার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সৌরভের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি, কারণ ফুটেজের স্বত্ত্ব থাকে চ্যানেলের কাছে। তাই যদি ম্যাচের ফুটেজ লাগে তাহলে যোগাযোগ করতে হবে চ্যানেলের সঙ্গে, সৌরভের সঙ্গে নয়। আমি অন্য প্রযোজক খুঁজছি। এই ছবি বানাব।’
আরও পড়ুন-Tv Serial: ‘এসব কী দেখাচ্ছে! ভাই-বোনের বিয়ে!’ ধুলোকণা বন্ধের দাবি নেটপাড়ার
প্রসঙ্গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের পক্ষ নিয়ে বলেন 'আজ কুড়ি তারিখ। আইসিসি-তে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সল্টলেকে এসে আমার মনে পড়ল, সৌরভকে কীভাবে বঞ্চনা করা হয়েছে। আমি বিজেপি সরকারের অনেককেই অনুরোধ করেছিলাম ওর ব্যাপারে। আমি প্রকাশ্যেও অনুরোধ করেছি। ও ভেরি মাচ এনটাইটেলড ছিল। ও তিনবার ডিরেক্টরও ছিল। ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। জগমোহন ডালমিয়াও তো হয়েছিল। শরদ পাওয়ারও হয়েছিল। তাহলে আজ কোন অজ্ঞাত কারণে সৌরভের মতো ছেলেকে টোটাল ডিপ্রাইভড করা হল? পজিশনটা রেখে দেওয়া হয়েছে অন্য কারোর জন্য রিজার্ভ করে। নিজস্ব স্বার্থপরতার কারণে এমনটা হয়েছে। দেশের প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষদের বঞ্চিত করা হল। আজ সচিন তেন্ডুলকর বা মহম্মদ আজহারউদ্দিন এই জায়গায় থাকলেও, আমি সমর্থন করতাম। আমরা ক্রিকেটকে সবসময় ইন্ডিয়া হিসাবে দেখেছি। সেখানে সৌরভ সারা পৃথিবীতে বারাবার ঘুরে এসেছে, খেলে এসেছে। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি। মুখ বুজে রয়েছে। নিশ্চয়ই ওর ব্যথা হয়েছে। সেই ব্যথা কাউকে বুঝতে দেয়নি। আমরা বিষয়টি কিন্তু সহজ ভাবে নিচ্ছি না। আমরা শকড! ইটস আ শেমলেস পলিটিকাল ভেন্ডেটা, টু গিভ প্রায়োরিটি, টু আ পার্টিকুলার পার্সন।'