কাবালি টু-তে রজনীকান্তের নায়িকা এই বলিউড অভিনেত্রী
রজনীকান্তের কাবালি টু। আর তাতে নায়িকা বলিউডের একজন।
![কাবালি টু-তে রজনীকান্তের নায়িকা এই বলিউড অভিনেত্রী কাবালি টু-তে রজনীকান্তের নায়িকা এই বলিউড অভিনেত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/24/79377-kabali-2.jpg)
ওয়েব ডেস্ক: রজনীকান্তের কাবালি টু। আর তাতে নায়িকা বলিউডের একজন।
পাখির চোখ এবার বিদ্যা বালনের ওপর। ছবির সাফল্য আরও ভালভাবে পেতে থালাইভা বেছে নিলেন বলিউডের এই দাপুটে অভিনেত্রীকে। প্রথমবার পর্দায় রজনীকান্ত-বিদ্যা বালন জুটি। বিদ্যাকে রাজি করিয়েছেন কাবালি টুর প্রযোজক রজনীকান্ত জামাই ধনুশ। ২০১৬ এ ২২ জুলাই মোট ৩২০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল কাবালি। বিপুল সাফল্য পাওয়া সত্ত্বেও সুলতানের কাছে মাথা নত করতে হয়েছিল সাউথ সুপারস্টারকে। কেউ কেউ আবার এই পিছনে পরে যাওয়ার জন্য দক্ষিণে কাবালি টুর ট্যাক্স ফ্রি হওয়াকে দায়ী করেছেন। তাই এবার বাজিমাত করতে এক্কেবারে কোমড় বেঁধে নামছেন রজনী স্যার। সঙ্গ দিচ্ছেন ধনুশ। তাই কোনরকম এক্সপেরিমেন্ট নয়, ভরসা একমাত্র বিদ্যা বালন। বিদ্যা নিজেও দক্ষিণের মেয়ে। দক্ষিণের ছবিতে এমন বড় সুযোগ এই প্রথমবার তাঁর। তাই অফার আসার পরে না বলার কোন জায়গা নেই। আপাতত চলছে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা পর্ব। এই বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং।