WB assembly election 2021 : ''২৯৪ আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়'', কবিতায় ব্যঙ্গ Rudranil-র
রুদ্রনীলের কবিতার ভাষায়, ''ইকিড় মিকিড় চাম চিকিড়, কাউন্টডাউন শুরু/ এবার ভোটে কী যে হবে কুঁচকে আছে ভুরু''।
নিজস্ব প্রতিবেদন : এর আগে 'নেপোটিজম', 'মধ্যবিত্ত' সহ একাধিক ইস্যুতে কবিতা লিখে অনুরাগীদের মন জিতেছিলেন রুদ্রনীল ঘোষ। আর এবার ভোট রাজনীতি নিয়ে কবিতায় ঝড় তুললেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। এবার ভোটে কী হবে, কোন দল ক্ষমতায় আসবে? তা নিয়ে ধন্দে সাধারণ মানুষ। কবিতায় কাল্পনিক চরিত্র 'দত্ত বাবু-কে টেনে এনে ভোট রাজনীতি নিয়ে নিজের নানান মতামত তুলে ধরেছেন রুদ্রনীল। তাঁর কবিতার ভাষায়, ''ইকিড় মিকিড় চাম চিকিড়, কাউন্টডাউন শুরু/ এবার ভোটে কী যে হবে কুঁচকে আছে ভুরু''।
নিজের কবিতায় তৃণমূল থেকে বাম-কংগ্রেস-আইএসএফ জোট, কাউকেই তোপ দাগতে ছাড়েননি রুদ্রনীল। ''২৯৪টি বিধানসভা আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।'' ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের এই দাবিকেও কটাক্ষ করেছেন তিনি। এছাড়া ক্লাবগুলিকে রাজ্য সরকারের অনুদান, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মসংস্থান, কাটমানি, করোনায় মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কবিতার ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল। কবিতার মাধ্যমে রুদ্রনীল আর কী কী বলেছেন নিজেই শুনে নিন...
আরও পড়ুন-Bumrah-র জীবনসঙ্গিনী হিসাবে জোরালো এই তরুণীর নাম, কে ইনি?
আরও পড়ুন- মা তৃণমূলে, প্রেমিকা প্রার্থী, 'জয় শ্রীরাম' বলে BJP-তে Bonny Sengupta
দ্রনীল ঘোষ এর আগেও কবিতা লিখেছেন, অনুরাগীদের শুনিয়েছেন। তবে সেই রুদ্রনীলই যখন আসন্ন নির্বাচনের আগে বিজেপি নেতা, তখন তাঁর লেখা কবিতা নিয়ে আরও বেশি করে আলোচনা হবে বৈকি।