সারদা কেলেঙ্কারির নেপথ্য নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে মন্তব্য রাহুল গান্ধীর
শনিবার মালদা এবং মুর্শিদাবাদের জনসভায় একাধিক ইস্যুতে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। কংগ্রেসের সহ-সভাপতির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সারদা কেলেঙ্কারি হয়েছে। রাজ্যে নারী নির্যাতনের বাড়বাড়ন্তের জন্যও মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন অমেঠির কংগ্রেস প্রার্থী।
শনিবার মালদা এবং মুর্শিদাবাদের জনসভায় একাধিক ইস্যুতে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। কংগ্রেসের সহ-সভাপতির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সারদা কেলেঙ্কারি হয়েছে। রাজ্যে নারী নির্যাতনের বাড়বাড়ন্তের জন্যও মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন অমেঠির কংগ্রেস প্রার্থী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সারদা কেলেঙ্কারির নেপথ্যেনায়িকা। তিনিই অভিযুক্তদের আড়াল করে সিবিআই তদন্তে বাধা দিচ্ছেন। মুর্শিদাবাদ এবং মালদার জনসভায় এ ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী।
নারী নির্যাতনে রাজ্য এক নম্বরে। তার জন্যও কংগ্রেস সহ-সভাপতি তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বঞ্চনার অভিযোগ সম্পর্কে রাহুলের সাফাই, কেন্দ্র টাকা দেয়, কিন্তু রাজ্য সরকারই সে টাকা খরচ করতে ব্যর্থ।
রাহুলের অভিযোগ, রাজ্যে শুধু রাজনৈতিক পালাবদলই হয়েছে। আর কোনও পরিবর্তন হয়নি।