এফডিআইয়ে স্পষ্ট ভুমিকার প্রতিশ্রুতি দিলেন যশবন্ত সিনহা

ভোটের আগে বাজার চাঙ্গা করার অফুরন্ত প্রতিশ্রুতি বিজেপি-কংগ্রেসের। সোমবার বিজেপির ইস্তাহার প্রকাশের পর প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা স্পষ্ট জানান, এনডিএ সরকার বহুজাতিক ব্যবসায় এফডিআইকে আনতে দেবে না। সেক্ষেত্রে রাজ্য সরকার এফডিআইকে প্রবেশ করাবে কি করাবে না তার কোনও প্রশ্নই থাকবে না।

Updated By: Apr 7, 2014, 06:37 PM IST

ভোটের আগে বাজার চাঙ্গা করার অফুরন্ত প্রতিশ্রুতি বিজেপি-কংগ্রেসের। সোমবার বিজেপির ইস্তাহার প্রকাশের পর প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা স্পষ্ট জানান, এনডিএ সরকার বহুজাতিক ব্যবসায় এফডিআইকে আনতে দেবে না। সেক্ষেত্রে রাজ্য সরকার এফডিআইকে প্রবেশ করাবে কি করাবে না তার কোনও প্রশ্নই থাকবে না।

তিনি কংগ্রেসের সমালোচনা করে জানান এফডিআই নিয়ে ইউপিএ সরকারের দ্বিচারিতা বিভ্রান্তি সৃষ্টি করেছে। রাজ্যগুলিকে পরোক্ষভাবে চাপে রাখছে কেন্দ্রীয় সরকার। যশবন্ত আরও জানান প্রথম থেকেই কংগ্রেস গড়িমসি করছে এফডিআই পরিকাঠামোকে পরিষ্কার করতে। দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে বিজেপি কঠোর ভুমিকা নেবে। অন্যান্য ক্ষেত্রে বিদেশী বিনিয়োগে আপত্তি নেই এনডিএর।

Tags:
.